তিন বার করোনাকে জয় করলেন ১০১ বছর বয়সী এই বৃদ্ধা

ডেইলি বাংলাদেশ ইতালি প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৩:৩৭

জীবদ্দশায় বহু দুর্যোগ পার করে এসেছেন। স্প্যানিশ ফ্লু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এ বছর তিনবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েও বেঁচে আছেন ১০১ বছর বয়সী এই বৃদ্ধা। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম করোনা আক্রান্ত হন। আল-খালিজ ট্যুডে’র একটি প্রতিবেদন অনুসারে, ইতালির নাগরিক অরসিঙ্গারের জন্ম ১৮৯১ সালের ২১শে জুলাই,

আরদেনো অঞ্চলের গ্যাগিয়ো পল্লীতে, স্প্যানিশ ফ্লু’র সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বিয়ে হয়। অরসিঙ্গারের করোনায় এতোবার আক্রান্ত হওয়া ও সুস্থ হওয়ার এই বিরল ঘটনা অবাক করেছে চিকিৎসকদেরও। তার মেয়ে কার্লা বলেন, ফেব্রুয়ারিতে সোন্দালোর এক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও