বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার প্রথম প্রহরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা। শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ নম্বরস্থ জাতির পিতার বাসভবনের উদ্দেশ্যে আলোর মিছিল করে। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কর্মসূচি শেষ করে।