ফিলিস্তিনে হজরত ঈসার (আ.) বাড়ির সন্ধান!
ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় শহর নাজেরাহতে হজরত ঈসা আলাইহিস সালামের বাড়ির সন্ধান মিলেছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, ক্রিপ্টে থাকা 'স্ট্রং কেস' বাড়িটি যীশু তথা হজরত ঈসা আলাইহিস সালামের। খবর বিবিসি, নিউইয়র্ক পোস্ট ডটকম এবং ইজিপ্ট টুডে ডটকম।
বাড়িটি ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় শহর নাজেরাহ এলাকায় অবস্থিত। এটি বেথলেহম এবং জেরুসালেমের পর তৃতীয় শহর সেখানে হজরত ঈসা আ. তার জীবনের ১৪ বছর অতিবাহিত করেছেন। বাইবেলের ভাষ্য মতে, হজরত ঈসা আলাইহিস সালাম শৈশব এবং কৈশোরে এ সব শহরে অতিবাহিত করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাড়ির খোঁজ
- হযরত ঈসা (আ.)