মহামারী করোনাভাইরাসের ফলে মানসিক অসুস্থতা বৃদ্ধির যে আশঙ্কা বিশেষজ্ঞরা প্রকাশ করেছিলেন, জাপানের ক্ষেত্রে সেটাই সত্য হলো। যদিও দেশটি এমনিতেই আত্মহত্যা প্রবণ। এর মধ্যে করোনার হানাসহ সব মিলিয়ে বেড়ে গেছে আত্মহত্যার সংখ্যা।
সিএনএন বলছে, সামাজিক বিচ্ছিন্নতা জাপানে পূর্বের তুলনায় আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। জাপান সরকারের পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ২৯ নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে যে পরিমাণ মানুষ মারা গেছেন, তার চেয়ে বেশি আত্মহত্যা করেছেন শুধু অক্টোবর মাসেই।
দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য অনুযায়ী, অক্টোবরে জাপানে আত্মহত্যা করেছেন ২ হাজার ১৫৩ জন। অপরপক্ষে ২০২০ সালে নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনা মহামারীতে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭ জনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.