জঙ্গি মতাদর্শের পাকিস্তানি ইমামকে ফ্রান্সে দেড় বছরের কারাদণ্ড
পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক একজন ইমামকে সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার দায়ে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। কারাভোগ শেষে ৩৩ বছর বয়সী লুকমান হায়দার ফ্রান্সে আর থাকতে পারবেন না। তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে সে দেশে।
জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ভিলিয়ার্স-লে-বেল এলাকার কুবা মসজিদের সাবেক ইমাম লুকমান হায়দার। ৭ জানুয়ারি ২০১৫ সালে 'চার্লি হেব্দো হত্যাকাণ্ডের' সঙ্গে জড়িত সন্ত্রাসীদের পক্ষে অন্তত তিনটি ভিডিওতে তাকে কথা বলতে দেখা গেছে। ৯, ১০ ও ২৫ সেপ্টেম্বর ভিডিওগুলো পোস্ট করা হয়েছে টিকটকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জঙ্গি
- ইমাম
- কারাদণ্ড
- মতাদর্শ