কমলগঞ্জে চশমা পরা হনুমান উদ্ধার

কালের কণ্ঠ কমলগঞ্জ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৯:৫৩

মৌলভীবারের কমলগঞ্জের ভাসানী গাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা গ্রামবাসীর হাতে আটক বিরল 'চশমা পরা হনুমান' (বানর) উদ্ধার করেছে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। স্থানীয় গ্রামের সিরাজ মিয়া শুক্রবার বিকালে হনুমানটি দেখে আটক করলে শনিবার ২৮ নভেম্বর সন্ধ্যায় খবর পেয়ে চমশা পরা হনুমানটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানী গাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকালে লোকালয়ে বেরিয়ে আসা একটি বিরল চশমা পরা হনুমান নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা বানরটিকে আটক করে বাড়িতে বেঁধে রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও