![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1235679!/image/image.jpg)
প্যাংগং হ্রদের সুরক্ষা বাড়াতে মোতায়েন নৌসেনার বিশেষ কমান্ডো
চিনা আগ্রাসনের আবহে পূর্ব লাদাখে প্যাংগং হ্রদের কাছে স্থলপথ ও আকাশপথের পর এ বার জলপথেরও সুরক্ষা বাড়াল ভারত। ওই এলাকায় নৌবাহিনীর বিশেষ কমান্ডো (মারকোস) মোতায়েন করা হয়েছে বলে সরকারি সূত্রের খবর। মূলত, তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। পাশাপাশি, লাদাখের চরম ঠান্ডা আবহাওয়ায় ‘মারকোস’-এর সদস্যদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে বলেও সেনা সূত্রে খবর।