হ্যাকারদের নিশানায় করোনার টিকা প্রস্তুতকারী অ্যাস্ট্রাজেনেকা

এনটিভি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ০৮:২৫

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহায়তায় নভেল করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এর মধ্যেই অ্যাস্ট্রাজেনেকায় উত্তর কোরিয়ার সন্দেহভাজন হ্যাকারদের হামলার তথ্য প্রকাশ পেল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনার বিষয়ে জানেন এমন দুজন তাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইন ও যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে নিয়োগকর্তা সেজে অ্যাস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এরপর চাকরির কাগজ পাঠানোর নাম করে অ্যাস্ট্রাজেনেকার কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সংশ্লিষ্ট ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও