নড়াইলের একদিকে যেমন চলছে পাখির সংরক্ষণে অভয়াশ্রম, অন্যদিকে সর্বত্র চলছে অতিথি পাখি নিধনযজ্ঞ।
জেলার পাটেশ্বরী বিলের মাঝখানে ৩ একর জায়গাজুড়ে বসানো হয়েছে পাখি মারার দেড়লক্ষ ফাঁদ। এখান থেকে প্রতিদিন ৩/৪’শ পাখি ধরে তা খুলনার বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, অভিনব কৌশলে মেমোরি কার্ডে পাখির ডাক রেকর্ড করে তা ফাঁদের মধ্যে বাজানো হয়। ডাক শুনে অন্য পাখিরা ফাঁদের মধ্যে আসতে থাকে। গভীর রাতে শিকারীরা পাখিদের তাড়া করলে উড়তে গিয়ে ফাঁদে আটকে যায়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.