কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পায়ে হেঁটে ৯ দেশ পাড়ি দিয়ে মসজিদে আকসায় নামাজ আদায়

কালের কণ্ঠ দক্ষিণ আফ্রিকা প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১১:৩৩

দক্ষিণ আফ্রিকার অধিবাসী শহিদ বিন ইউসুফ তাকালা। আফ্রিকা থেকে পায়ে হেঁটে ফিলিস্তিনের মসজিদ আল আকসায় নামাজ আদায় করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন তিনি। দুই বছর পর তাঁর উদ্দেশ্য পূরণ হয়। পায়ে হেঁটে মসজিদ আল আকসায় পৌঁছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি। ফিলিস্তিনের সংবাদ মাধ্যম জানায়, ২০১৮ সালের ১৫ আগস্ট দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ক্যাপ টাউন থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাকালা।

ফিলিস্তিনের অধিকৃত নগর জেরুজালেমে এসে মসজিদ আল আকসায় নামাজ আদায় করতে তিনি ৯টি দেশ পাড়ি দেন। এতে তাঁর সময় লাগে প্রায় আড়াই বছর। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামাল্লাহ শহরের অফিসে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ ইশতিয়াহ আল আকসায় পায়ে হেঁটে আসা তরুণ তাকালাকে অভিনন্দন জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও