মায়ের দুধ না পেয়ে মারা গেল দুটি বাঘের বাচ্চা, প্রাণ সংশয়ে তৃতীয়টি
গত ১৪ই নভেম্বর রাতে চট্টগ্রাম চিড়িয়াখানায় 'জয়া' নামের বাঘিনী তিনটি শাবক জন্ম দেয়। প্রাণীকুলের মধ্যে প্রাকৃতিকভাবেই দেখা যায় সন্তান জন্মদানের পর মা শিশুকে দুধ খাওয়ায় এবং যত্ন নেয়। কিন্তু এই বাঘিনী সন্তান জন্মদানের পর বাচ্চা তিনটিকে দুধ খেতে দেয়নি, কাছেও যাচ্ছে না। ফলে দুধের অভাবে প্রথম শাবকটি মারা যায় ১৫ই নভেম্বর,
দ্বিতীয়টি মারা যায় ১৮ই নভেম্বর। এখন বেঁচে আছে কেবল তৃতীয় শাবকটি, যার এখনো নাম রাখা হয়নি, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানার কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেছেন, 'এখন তৃতীয় শাবকটিকে বাঘের দুধ, ছাগলের দুধ এবং ভিটামিন মিলিয়ে প্রতি চার ঘন্টা পর পর ফিডারে করে দুধ খাওয়ানো হচ্ছে।
- ট্যাগ:
- লাইফ
- মৃত্যু
- বাঘের বাচ্চা
- চিড়িয়াখানা