মাদারীপুরে সন্ধ্যার পর বাইরে আড্ডা বন্ধ, দোকানে চলবে না টেলিভিশন - BBC News বাংলা

বিবিসি বাংলা (ইংল্যান্ড) মাদারীপুর প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৮:৪৯

বাংলাদেশের রাজধানী ঢাকার কাছেই মাদারীপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায় সন্ধ্যা সাতটার পর শিক্ষার্থীরা অভিভাবক ছাড়া বাইরে বের হতে পারবেনা-এমন কিছু সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মাদারীপুরে প্রকাশ্যে কেউ প্রশাসনের বিরোধিতা না করলেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন বিবিসি বাংলাকে বলছেন তরুণদের মাদকমুক্ত রাখতে ও করোনা সংক্রমণ প্রতিরোধে এসব উদ্যোগ নিয়েছেন তারা।

"জেলার সংসদ সদস্যরা সবাই সমর্থন দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরাও খুশী হয়েছেন এসব সিদ্ধান্ত নেয়ায়। তবে আমরা চাপিয়ে দিবোনা। উদ্বুদ্ধ করেই বাস্তবায়ন করবো," বলছিলেন তিনি।

তিনি বলছেন তাদের মূল সিদ্ধান্তগুলো সন্ধ্যা সাতটার পর কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া বাইরে থাকতে পারবেনা, টি স্টলগুলোতে রাত নয়টার পর টেলিভিশন চালানো যাবেনা। আর পৌরসভায় রাত দশটা ও অন্য এলাকায় রাত নয়টার পর দোকানপাট খোলা রাখা যাবেনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও