আইসিসির দশক সেরার মনোনয়নে কোহলির আধিপত্য
গত কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। আইসিসির দশক সেরা ক্রিকেটার বাছাইয়ের মনোনয়নে পড়েছে সেটিরই প্রভাব। ছেলেদের চার বিভাগের সবকটিতেই মনোনয়ন পেয়েছেন ভারত অধিনায়ক। পুরুষ ও নারী ক্রিকেটারদের গত এক দশকের সেরা পারফরমারদের মধ্য থেকে মনোনয়ন পাওয়াদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে এ বছরের ৭ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে।
দশক সেরা ক্রিকেটার, দশক সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার সব জায়গায় আছে কোহলির নাম। এছাড়া দশক সেরা স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছেন তিনি।
মনোনীত তালিকা থেকে সেরা নির্বাচিত হবেন ভোটে। ১০ শতাংশ ভোট দেবেন দর্শকরা। বাকি ৯০ শতাংশ ভোট আসবে বিশেষজ্ঞ প্যানেল থেকে। বুধবার শুরু হওয়া ভোটিং শেষ হবে ১৬ ডিসেম্বর। আইসিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন দর্শকরা।