দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, রাতের শীতে কাবু মানুষ

প্রথম আলো তেঁতুলিয়া প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৮:৪০

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে রোদের তীব্রতা থাকলেও রাতের শীতে কাবু হচ্ছে মানুষ। প্রতিদিন সকাল সকাল রোদের দেখা মিললেও বিকেল হতে না হতেই শুরু হচ্ছে শীতের আমেজ। হেমন্তের মাঝামাঝি সময়ে এসে সন্ধ্যা নামলেই জেলার মানুষকে ঠান্ডায় কাবু করছে উত্তরের হিমেল বাতাস। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত হালকা কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। এতে রাত নয়টার মধ্যেই প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে পঞ্চগড় শহরসহ জেলার অন্য বাজারগুলো।

আজ মঙ্গলবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ১৮ দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত টানা ১৬ দিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে তেঁতুলিয়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও