'ভারত-বিরোধী' ৪৩ চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা মোদী সরকারের!
একধাক্কায় ফের বেশ কিছু চিনা অ্যাপস ব্যান করল কেন্দ্রীয় সরকার। অভিযোগ, ভারতের সার্বভৌমত্ব এবং দেশের মানুষের সুরক্ষায় বাধা দিচ্ছে এই অ্যাপগুলি। মঙ্গলবার এমনই ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করা হল কেন্দ্রীয় সরকারের তরফে।
ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। অভিযোগ এই সব অ্যাপের ক্রিয়াকলাপ ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা, সুরক্ষা এবং জনগণের শৃঙ্খলায় ক্ষতি করছে।
এদিন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয় যে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স-এর রিপোর্ট খতিয়ে দেখেই এই ৪৩টি অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে। এই ৪৩টি অ্যাপের মধ্যে রয়েছে অত্যন্ত জনপ্রিয় চিনা অ্যাপ WeWorkChina, AliExpress, CamCard, এবং Snack Video।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.