দীপ্ত টিভিতে নতুন ধারাবাহিক “মাশরাফি জুনিয়র”
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৪:২৬
মাশরাফি বিন মর্তুজার নামে দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাত ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে নাটকটি। সম্পর্কিত খবর ছেলেদের উত্যক্ত করেন সাবিলা নূর!যুবলীগে মাশরাফির পদ পাওয়ার খবর ভাইরালআত্মগোপন থেকে অপহরণ নাটক সাজিয়েছিলেন সেই তিথি নাটকটিতে দেখা যাবে, মন্ডা ও মণি দুই ভাইবোন। মন্ডা ক্রিকেট খেলে।
হতে চায় মাশরাফির মতো। আর তার ছোট বোন মণি ভাইকে উৎসাহ দেয় মাঠের বাইরে থেকে। মনির বিশ্বাস একদিন সত্যি অনেক বড় ক্রিকেটার হবে। টিভিতে যেমন মাশরাফিদের দেখা যায় তেমনই দেখা যাবে তার ভাইকেও। চারদিকে হবে নাম-ডাক। এই নিয়ে সারাক্ষন বিভোর মনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
ঢাকা পোষ্ট
| শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে