বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন ‘এডেক্স ২০২০-৩’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল ও বরিশালে একযোগে অনুশীলন অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষতা, সক্ষমতার মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই অনুশীলনের আয়োজন করা হয়েছে। মহড়ায় বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের রণকৌশল, যুদ্ধবিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশনসহ বিভিন্ন কৌশল অনুশীলন করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.