![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F70ffd3f7-1f1c-4ad4-b410-62f2c23daece%252FPhoto_shared_by_Bharti_Singh_on__11_.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
এবার ভারতীর স্বামীকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দারা
গতকাল শনিবার মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হন কৌতুক অভিনেত্রী ভারতী সিং। আজ রোববার সকালে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ ছিল। আদালত তাদের দুজনকে কারাগারে পাঠিয়েছেন। আপাতত ৪ ডিসেম্বর পর্যন্ত এই দম্পতিকে হাজতে থাকতে হবে।