করোনাকালে মিটিং, ক্লাস কিংবা ডেটিং—সবই হচ্ছে অনলাইনে। স্বশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন কার্যকমের সম্ভাবনা সীমিত হয়ে পড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও কলিং অ্যাপ। তাই জুম, গুগল মিটসহ অন্যান্য অ্যাপকে টেক্কা দিতে নতুন উদ্যোগ মাইক্রোসফট টিমস-এর। মাইক্রোসফট টিমস এরই মধ্যে কিছু অকল্পনীয় সুবিধার কথা জানিয়েছে।
টিমসের একটি কলে অংশ নিতে পারবেন ৩০০ জন এবং টানা কথা বলতে পারবেন ২৪ ঘণ্টা। এর জন্য আলাদা কোনো সফটওয়্যার ইন্সটল করতে হবে না। জুম, গুগল মিটসহ অন্যান্যদের মাথায় ভাজ পড়েছে মাইক্রোসফট টিমস-এর এমন উদ্যোগের কারণে! কারণ বর্তমানে জুমে একটি ফ্রি কলে ১০০ জন কথা বলতে পারেন মাত্র ৪০ মিনিট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.