যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের তীব্র সংকট
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এমন খবরে যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে টয়লেট পেপার ও পরিষ্কার সামগ্রী কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে মানুষ।
গত ১৯ নভেম্বর ক্যালিফোর্নিয়ার গভর্নর ওই অঙ্গরাজ্যে কারফিউ জারি করেন। এরপরই সেখানে টয়লেট পেপার কেনার হিড়িক শুরু হয়। ফ্রেসনো, কস্টকো, ওয়ালমার্ট ও বিজেএস স্টোরে টয়লেট পেপার প্রায় শেষ হয়ে গেছে।