![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F09%252F30%252F2571e6894f846c538b3b4b1cb596703b-5bb0380b66bb1.jpg%3Frect%3D0%252C0%252C800%252C381%26w%3D1140%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp)
তখন বয়স কম ছিল, অনেক কিছু বুঝিনি
প্রথম আলো
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ০৯:৩০
এখনো বুঝে উঠতে পারছি না। আমি অবশ্য আমার কাজে বেশি ফোকাসড। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবনির্ভর কাজ শুরু হওয়ায় অনেকের অ্যাটিটুড ধর–মার–কাট–মার্কা কাজ করার মতো। কিন্তু আমি মোটামুটি ভালো পরিচালক ও গল্পে কাজ করছি।
সবাই দেখি এখন ভিউ নিয়ে মাতামাতি করে, ট্রেন্ডিং গল্পে কাজ করতে চায়। যদিও আমি ওসবের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু আমার পছন্দের সঙ্গেও আপস করছি না।
- ট্যাগ:
- বিনোদন
- বয়স
- অভিনেত্রী
- নাটক
- সারিকা সাবরিন