You have reached your daily news limit

Please log in to continue


মডেলের ছবিতে পোপের লাইক দেওয়া নিয়ে রহস্য

ব্রাজিলের একজন স্বল্পবসনা মডেলের ছবিতে লাইক দিয়েছেন ভ্যাটিকানের শাসক ও ক্যাথলিক চার্চের বৈশ্বিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস, এমন খবর প্রকাশিত হয়। এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে কয়েকদিন ধরে। তবে আজ নতুন করে আরেক বিতর্ক তৈরি হয়েছে। ক্যাথলিক নিউজ এজেন্সি (সিএনএ) জানিয়েছে, ওই ছবিতে আনলাইক দেওয়ার পরেও লাইক দৃশ্যমান দেখাচ্ছে, যেটি বেশ রহস্য তৈরি করেছে। ব্রাজিলের মডেল নাতালিয়া গ্যারিব্রাত্তোর একটি ছবি ইন্সট্রাগ্রামে প্রকাশিত হয়। এতে দেখা যায় পোপ ফ্রান্সিস এই ছবিতে লাইক দিয়েছেন। পরে ওই মড্লেও এ বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। ওই মডেল মজা করে লেখেন, অবশেষে আমি স্বর্গে যাচ্ছি। মডেলের ছবি প্রকাশকারী কম্পানি তাদের পেজে লেখেন, আমরা পোপের আশীর্বাদ পেয়েছি। কিন্তু ভ্যাটিকানের পক্ষ থেকে ছবিতে আনলাইক করার পরেও কিভাবে লাইক দৃশ্যমান দেখাচ্ছে- সেটাই এখনকার বিতর্কের মূল কারণ। এটি কারসাজি করে প্রচারণার কৌশল কি না এমন সন্দেহ করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন