টাকা ধার না দেওয়ায় স্বর্ণের দোকান লুট!
শেরপুরের শ্রীবরদীতে নেশার টাকা না পেয়ে মা মনি জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরশহরের জবেদ আলী মার্কেটের সাহেব আলীর মা মনি জুয়েলার্স দোকানে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে সাহেব আলীর ছেলে সেলিম মিয়া ওরফে উজ্জল। এ সময় ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার স্বর্ণের অলঙ্কারসহ মালামাল লুট করেছে বলে দাবি করে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বর্ণের দোকান মালিক সাহেব আলী।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরশহরের খামারিয়াপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে কুরবান আলী (৪৫) জবেদ আলী মার্কেটের সাহেব আলীর মা মনি জুয়েলার্সে যায়। এ সময় উজ্জলের কাছ থেকে এক হাজার টাকা ধার চায়। ওই টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে কুরবান আলী তার ওপর হামলা করে। এ সময় দোকানের গ্লাস ভাঙচুর করে স্বর্ণের অলঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বর্ণের দোকান লুট
- টাকা ধার