![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Nov/19/1605765218278.png&width=600&height=315&top=271)
প্রকাশের দিনই ওবামার বই ৮৯০০০০ কপি বিক্রি!
পদে থাকলে যে কথা তিনি বলতে পারতেন না, এতো বছর পর সেসব তুলে ধরেছেন। ফলে প্রকাশের সঙ্গে সঙ্গেই রেকর্ড করেছে বইটি।
প্রেসিডেন্ট থাকার সময়ের স্মৃতি নিয়ে লেখা বারাক ওবামার বই ‘আ প্রমিজড ল্যান্ড’ প্রকাশের দিনই ৮ লাখ ৯০ হাজার কপি বিক্রি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার মাত্র দুই সপ্তাহ পর ১৭ নভেম্বর বইটি প্রকাশ পায়। সিএনএন বইটি বেস্ট সেলারের রেকর্ড স্থাপনকারী তকমা দিয়েছে। প্রকাশক বইটির প্রথম সংস্করণ রূপে ৩.৪ মিলিয়ন কপি ছাপিয়েছে বলে জানায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রেকর্ড
- বই প্রকাশ
- বারাক ওবামা