নারীদের ভরসার জায়গা এখন অলোকাপুরি
দিগন্তজোড়া সবুজ-শ্যামল বিস্তীর্ণ বিল। বিলের একপ্রান্তে কয়েকটি কুঁড়েঘর। এ কুঁড়েঘর নিয়ে গড়ে উঠেছে অলোকাপুরি। অলোকাপুরি একটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি। সব বাধা-বিপত্তি এড়িয়ে গ্রামীণ জনপদে নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষে অবিরাম কাজ করছে সংগঠনটি।
নড়াইল ও যশোর জেলার সীমান্তবর্তী ১১টি গ্রাম নিয়ে এগারখান। হিন্দু অধ্যুষিত এলাকার সংগঠনটি শনিবার দিনব্যাপী সমবায়ী আড্ডার আয়োজন করে। সমবায়ী আড্ডার নামে দেওয়া হয় নারীদের প্রশিক্ষণ। প্রায় ৫০ জন নারী সদস্য এ আড্ডায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোসংযোগসহ উজ্জীবিত রাখতে প্রশিক্ষক মাঝেমধ্যে মজার মজার শিক্ষণীয় ম্যাজিক, উন্নয়নের গল্প, কবিতা শোনান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নারী
- সেবা বাধাগ্রস্ত
- শেষ ভরসা
- অবিরাম