বলিভিয়ায় মারাত্মক হেমোরজিক জ্বর মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে!

কালের কণ্ঠ বলিভিয়া প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ২০:০৮

করোনাভাইরাস সংক্রমণের মাঝেই আরেক মারাত্মক ভাইরাসের আতঙ্ক। সেই ভাইরাস শরীরে বাসা বাঁধলেই মারাত্মক হেমারেজিক জ্বরে আক্রান্ত হন রোগী। বলিভিয়ায় প্রথম ছড়িয়ে পড়ে ইবলোর মতো চাপার নামের এক ভাইরাস। আর সেই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের কারণেই মূলত হয় হেমারেজিক জ্বর।

লাইভ সাইন্সের এক প্রতিবেদনে বলা হয়, মারত্মক প্রাণঘাতী এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হলে পেটব্যথা, বমি, চোখব্যথা, ত্বকজ্বালা, চুলকানি, ঘা হবে। সঙ্গে হেমারেজিক জ্বর। ১৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্যবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও