বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হালনাগাদের আহ্বান ইউজিসির
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম অনুমোদনের সময় শর্ত দেওয়া হয়, প্রতি চার বছর পরপর সিলেবাস হালনাগাদ করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া এ শর্ত মানছে না বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বেশির ভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
এ অবস্থায় কমিশনের মানদণ্ড অনুসরণ করে নিয়মিত সিলেবাস হালনাগাদ করতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাগাদা দিয়েছে ইউজিসি। এ জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়েছে।