কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মমতার অস্ত্র বেঙ্গল মডেল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জমানায় হওয়া উন্নয়নের 'বেঙ্গল মডেল'কে সামনে রেখেই আগামী বিধানসভা ভোটের ময়দানে নামতে চলেছে রাজ্যের শাসকদল। গত এক দশকে মমতার সরকার কৃষক, সংখ্যালঘু, আদিবাসী, তফসিলি জাতি, প্রান্তিক জনগোষ্ঠী, মহিলা, ছাত্র-যুবদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে। চালু হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সবুজসাথী, জল ধরো জল ভরো-সহ একের পর নতুন প্রকল্প। বিরোধীদের সঙ্গে কাদা ছোড়াছুড়িতে না-গিয়ে এই উন্নয়নের মডেলকেই ভোট-প্রচারে তুলে ধরে এগোতে চাইছে তৃণমূল। এই রণকৌশলের অঙ্গ হিসেবে দলের প্রথম সারির নেতৃত্বকে সামনে রেখে মঙ্গলবার নিবিড় প্রচারে নেমেও পড়ল মমতার দল। এদিন তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দশকের শাসনে মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে কী কী পদক্ষেপ ও প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার বিশদ বিবরণ তুলে ধরেন। আজ, বুধবার দলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় তৃণমূল জমানায় উন্নয়নের আর একটি দিক নিয়ে সাংবাদিক বৈঠক করবেন। আপাতত মোট ২০ পর্বে এই প্রচার কর্মসূচি চলবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন