You have reached your daily news limit

Please log in to continue


পি কে হালদারকে ধরিয়ে আনতে ‘ইন্টারপোলে যাচ্ছে’ দুদক

নিরাপত্তা চেয়ে আদালতের হেফাজতে দেশে ফেরার কথা জানিয়ে শেষ পর্যন্ত না ফেরা পি কে হালদারকে ধরিয়ে আনার চিন্তা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেজন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের শরণ নেওয়া হচ্ছে বলে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানিয়েছেন। ‘খুব শিগগিরই’ আন্তর্জাতিক এ সংস্থাটির কাছে নোটিশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতে পি কে হালদার বিদেশ পালানোর পর দুদক তার ৩০০ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ খবর দিয়ে মামলা করে। এক পর্যায়ে গত ৭ সেপ্টেম্বর আইএলএফএসএল আদালতকে জানায়, ‘আত্মসাত করা অর্থ ফেরত দিতে’ জীবনের নিরাপত্তার জন্য আদালতের আশ্রয়ে দেশে ফিরতে চাইছেন পি কে হালদার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন