কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়ে যাবজ্জীবন

কালের কণ্ঠ কুষ্টিয়া জেলা জজ আদালত প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ২০:৩৬

কুষ্টিয়ায় তিন কার্যদিবসে একটি ধর্ষণ মামলার রায়ে মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জারিমানার আদেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একমাত্র আসামি আবদুল কাদের (৪৫) আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদরাসার পরিচালক।

আদালত সূত্র জানায়, গত ৪ অক্টোবর জেলার মিরপুর উপজেলায় একটি মাদরাসার অষ্টম শ্রেণির আবাসিক ওই ছাত্রীকে (১৩) ভয়ভীতি দেখিয়ে আবদুল কাদের দুই দফা ধর্ষণ করেন। ঘটনা জানার পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আবদুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ সেই দিনই তাকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিলে ধর্ষক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও