'পাকিস্তান চমৎকার একটি দেশ; এখানে আসতে সব সময়ই ভালো লাগে'

কালের কণ্ঠ পাকিস্তান প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৮:০১

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে অল্প সময়ের জন্য সেদেশে গেছেন তামিম ইকবাল। তার দল লাহোর কালান্দার্সও পিএসএলের ফাইনালে উঠেছে। করাচিতে আজ তাদের প্রতিপক্ষ করাচি কিংস। করোনাভাইরাস মহামারির মধ্যে দর্শকহীন মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর আগেই তামিম ইকবাল এক সাক্ষাতকারে জানিয়েছেন, পাকিস্তানে যেতে তার সবসময় ভালো লাগে।

'ক্রিকেট পাকিস্তান' কে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশের সেরা ওপেনার বলেছেন, 'পাকিস্তানে আসতে সব সময়ই ভালো লাগে। তবে এখন সময়টা ভিন্ন। জৈব সুরক্ষিত পরিবেশে হোটেলে থাকতে হচ্ছে। নির্দিষ্টভাবে কিছু জায়গায় যাওয়ার অনুমতি আছে। বিষয়টি উপভোগ করা না গেলেও নিয়ম তো মানতেই হবে। পাকিস্তান চমৎকার একটি দেশ। আমাদের দেশের মতোই এখানে ক্রিকেটের প্রচুর সমর্থক আছে। তারা ক্রিকেট ভালোবাসে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও