ধনাঢ্য রোগী এলে চুক্তিবদ্ধ হাসপাতালে পাঠাতেন তিনি
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। পুলিশ জানায়, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ধনাঢ্য রোগী এলে তিনি চুক্তিবদ্ধ হাসপাতালে পাঠাতেন। সেখান থেকে ৩০ শতাংশ কমিশন পেতেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডল জানান, চিকিৎসক আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে আদাবর থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।