গত কিছুদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে। এই গ্রহের সেরা অল-রাউন্ডার এর আগেও নানারকম বিতর্কে জড়িয়েছেন। এবার এক বছর নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর তাকে ঘিরে শুরু হয়েছে তিনটি বিতর্ক। দেশে ফেরার পরদিন করোনাবিধি না মেনে একটি সুপারশপ উদ্বোধন করা থেকে বিতর্কের শুরু।
এরপর কলকাতা যাওয়ার পথে বেনাপোলে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে বিতর্কের পালে আরও হাওয়া লাগে। বিতর্ক হিমালয়ের চূড়ায় পৌঁছায় সাকিবের কলকাতায় পূজা উদ্বোধনের খবরে। এজন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় 'পূজা উদ্বোধন করিনি' বলে ক্ষমাও চান সাকিব। এতগুলো বিষয় নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.