শত বছরের পুরোনো কফিনে সোনার মূর্তি
শত শত বছরের পুরোনো কফিনে সোনার মূর্তি পেয়েছে মিসর সরকার। রহস্যে ঘেরা প্রায় ৪০ কফিন উদ্ধার করা হয়েছে একটি কবরস্থান স্থান থেকে।
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে ১০০টি কফিন উদ্ধার করা হয়েছে।
আড়াই হাজার বছরের পুরনো এই কফিনগুলো উদ্ধার করেছে স্থানীয় পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপও দেওয়া রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উদ্ধার
- মমি
- কফিন
- সোনার মূর্তি