করসেবায় মেলার আমেজ
করোনা সংক্রমণ এড়াতে এবার জাতীয় আয়কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করদাতাদের সুবিধায় প্রতিটি কর অঞ্চলে মেলার মতো পরিবেশ বজায় রেখে আয়কর রিটার্ন জমাসহ রাজস্বসেবা প্রদানের চেষ্টা করা হয়েছে। গতকাল সোমবার কয়েকটি কর অঞ্চল ঘুরে আয়কর রিটার্ন জমাসহ রাজস্বসংক্রান্ত সেবা প্রদানের এমন চিত্র দেখা যায়।
সকাল ১১টায় সরেজমিনে কর অঞ্চল-৮-এর কার্যালয়ে প্রবেশ করতেই সারি সারি বুথ দেখা যায়। এসব বুথে করোনা ব্যাধি থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্বে বুথগুলো করা হয়েছে।