![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F70ad8a2d-0397-430f-97c3-ce277ea88852%252FLetter.webp%3Frect%3D0%252C17%252C700%252C368%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
আমাদের সমাজের একটি প্রচলিত উক্তি হলো, মেয়ের বাপদের নাকি মাথা নিচু করে চলতে হয়। এখানে মেয়ের বাপ বলতে সাধারণত ছেলে সন্তান নেই এমন ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে। ছেলেসন্তান ছাড়া এক বা একাধিক মেয়ে থাকার জন্য তাঁদের সমাজের নানা কথার সম্মুখীন হতে হয়।
বিশেষ করে শহুরে আধুনিক সমাজের চেয়ে বর্তমান পিছিয়ে থাকা গ্রামীণ সমাজে এর প্রভাব বেশি লক্ষণীয়, যা কন্যাসন্তানদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ ও নেতিবাচক ধারণার উন্মেষ ঘটায়।
- ট্যাগ:
- মতামত
- কন্যা সন্তান
- প্রচলিত কুসংষ্কার
- বৈষম্য