ঢাকায় চিকিৎসকের পদ বেশি ফাঁকা
সারা দেশে সরকারি হাসপাতালে এখন ১১ হাজার ৩৬৪টি চিকিৎসকের পদ শূন্য আছে। সবচেয়ে বেশি পদ ফাঁকা ঢাকায়, ৩ হাজার ১৮৫টি। আজ সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারি দলের সাংসদ মামুনুর রশীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ জি এম সিরাজের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মতো বাংলাদেশ কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কম হওয়ায় মানুষ কোভিড-১৯ পরীক্ষা করতে চাইছে না।