![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Chittagong-Abu-Zafor-2011160958.jpg)
স্ত্রীকে ভালোবেসে কোটিপতি থেকে পথের ভিখারি
স্ত্রীকে ভালোবেসে একে একে ছেড়েছিলেন মা, বাবা ও ভাইদের। প্রবাসে কষ্টার্জিত টাকায় দেশে স্ত্রীর নামে জমি কিনে গড়েছিলেন বাড়ি। আর সেই স্ত্রীই নারী নির্যাতনের মামলায় পাঠালেন কারাগারে। এ ধাক্কাই শেষ ছিল না তার জীবনে।
কারাগার থেকে বেরিয়ে হলেন আরো বড় ধাক্কার সম্মুখীন। তার জমি-বাড়ি বিক্রি করে বাবার বাড়ি পাড়ি জমিয়েছেন স্ত্রী! ক্ষোভে, দুঃখে, অভিমানে আর ফিরে যাননি স্ত্রী-সন্তানদের কাছে। ভিখারি হয়ে ঘুরে বেড়াতেন মাজারে-মাজারে।