You have reached your daily news limit

Please log in to continue


পতিত জমিতে লাউচাষে লাভবান মুদি দোকানি

করোনার মধ্যে বেকার বসে না থেকে নিজের পতিত জমিতে উন্নতজাতের লাউ চাষ করে করেছিলেন কিশোরগঞ্জের ভৈরবের মুদি দোকানি ললিত চন্দ্র দাস। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের মধ্যপাড়ার এই প্রান্তিক কৃষক অল্প খরচে লাউ চাষ করে কম সময়েই লাভবান হয়েছেন। তার সফলতা দেখে গ্রামের অনেকেই এখন লাউচাষে আগ্রহী হচ্ছেন। সরেজমিনে গিয়ে কথা হয় ললিত চন্দ্রের সঙ্গে। তিনি জানান, একটি পতিত জমিতে লকডাউনের সময় কৃষি কর্মকর্তার সহায়তায় ২৫ শতাংশ জমিতে সেপ্টেম্বর মাসে উন্নত জাতের লাউয়ের বীজ বপন করেন তিনি। কম সময়ে ফলন দেওয়ায় ৫০ শতাংশ জমির অর্ধেক জমিতে লাউ চাষ ও বাকি জমিতে টমেটো ও লাল শাক চাষ করেছেন। মাত্র দেড় মাসে তার বপনকৃত লাউ গাছে ফলন শুরু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন