কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যাপল সেরা, প্রবৃদ্ধিতে এগিয়ে আমাজন

প্রথম আলো প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১১:১৯

করোনাকালেও সেরা ব্র্যান্ডের আসন ধরে রেখেছে অ্যাপল। তবে দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে আমাজন। ২০২০ সালে আমাজনের প্রবৃদ্ধি হয়েছে ৬০ শতাংশ। এরপরেই আছে মাইক্রোসফট। খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলো অনেকটা এগিয়ে গেছে এ সময়। কারণ, মানুষ ছিল ঘরবন্দী। প্রযুক্তিনির্ভর বিভিন্ন কোম্পানি ঘরবন্দী জীবনের সাধারণ প্রয়োজনগুলো মিটিয়েছে, যা অনেকটাই স্বস্তি দিয়েছে।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড সম্প্রতি সেরা ও মূল্যবান ব্র্যান্ডের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা বলছে, অ্যাপলের ব্র্যান্ড মূল্য এখন ৩২২ দশমিক ৯ বিলিয়ন ডলার বা ৩২ হাজার ২৯০ কোটি ডলার। এরপরেই উঠে এসেছে জেফ বেজোসের আমাজন, ২০০ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ২০ হাজার ৬৭ কোটি ডলার। অ্যাপল সবার ওপরে থাকলেও প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে বেশে বেড়েছে আমাজন, ৬০ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও