নিজে নিজে ওষুধ খেয়ে ডেকে আনছেন মারাত্মক ক্ষতি!
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ০৯:০০
কিছু কমন ওষুধের নাম আমরা কমবেশি সবাই জানি। ছোট রোগ-বালাইয়ে সেগুলো আমরা নিজেরাই খাই। যেমন সামান্য ব্যাথা হলেই পেইনকিলার, গ্যাসের সমস্যায় অ্যান্টাসিড আর সামান্য গা গরম হলেই প্যারাসিটামল- এই সাধারণ ডাক্তারি প্রায় সব মানুষই নিজে নিজে করে থাকেন। কিন্তু কেউ জানেন না এই নিজে নিজে ডাক্তারির প্রভাবে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যেকোনো ওষুধ খাওয়ার আগে তার কম্পোজিশন সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। ওষুধ খাওয়ার আগে কিছু টেস্ট করা উচিত কি না কিংবা ওষুধ কতদিন খাবেন- বিবেচনা করা উচিত এই বিষয়গুলোও। আর এই কাজগুলো একমাত্র ডাক্তাররাই করতে পারেন।