![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/15/ce0c8b7678b7187249abd378428a8bfb-5fb154dd5e751.jpg?jadewits_media_id=699091)
মধুমতি বাঁওড়ে অবৈধভাবে মাছ শিকার চলছেই
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে বাঁশ পুঁতে কাঠা ফেলে অবৈধভাবে মাছ শিকার করছে প্রভাবশালীরা। এতে এলাকার দরিদ্র জেলেরা মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এই বাঁওড় থেকে অবৈধ কাঠা মুক্ত করার দাবি এলাকাবাসীর।
তবে অবৈধ মাছ শিকারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।জানা গেছে, ষাট দশকের শেষ দিকে মধুমতি নদীর গতিপথ পরিবর্তন হয়ে উপজেলার ফুকরা, তারাইল, পরানপুর, ঘোনাপাড়া, চাপ্তা, রাতইল, পাথরঘাটা, ধানকোড়া ও সুচাইল এলাকা নিয়ে বিশাল জলাশয় সৃষ্টি হয়।