জামিন চাইলেন গয়েশ্বর-ইশরাকসহ ১৫০ নেতাকর্মী
গত বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেছেন বিএনপির ১৫০জন নেতাকর্মী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেনসহ একাধিক মামলার আসামিরা রবিবার জামিন আবেদন করেছেন।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গত বৃহস্পতিবার ঢাকা-১৮আসনের নির্বাচনের দিনে দুপুর থেকে রাতের মধ্যে ১০টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক মামলা হয়েছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ৩৮ সিনিয়র নেতাসহ প্রায় পাঁচ শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে রয়েছে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ১৮ আসনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।