বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, দুবাইয়ের বিমানে ওঠার আগে ফেরানো হল কাশ্মীরি নেতাকে
বন্দিদশা কাটিয়ে ফিরলেও কাশ্মীরি নেতাদের বিদেশযাত্রায় এখনও নিষেধাজ্ঞা বহাল। তার জেরে দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসতে হল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) প্রাক্তন বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানিকে। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানে ওঠার আগের মুহূর্তে তাঁকে আটকানো হয়। জানানো হয়, আগামী বছর মার্চ পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় আলতাফকে। তিনি জানিয়েছেন, পরিবারের লোকজনের সঙ্গেই দুবাই যাচ্ছিলেন তিনি। সঙ্গে থাকা জিনিসপত্রেরও চেক ইন হয়ে গিয়েছিল। কিন্তু অভিবাসন কাউন্টার থেকে আচমকাই তাঁকে বিমানবন্দরের একটি ঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বলা হয়, তাঁর পাসপোর্ট নিয়ে কিছু সমস্যা রয়েছে। টানা তিন ঘণ্টা ওই ঘরে আটকে রাখার পর জানানো হয়, তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না।