দারিদ্র্য বিমোচন ও সমাজসেবাসহ নানার ধরনের প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের এক চেয়ারম্যানকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে সদর উপজেলার জামতলা এলাকা থেকে আটক করে র্যাব-১১।
আটক হওয়া ওই ব্যক্তির নাম সাইদুজ্জামান নূর রাকিব।
অভিযান পরিচালনাকারী র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী জানান, অভিযানে বিপুল অবৈধ পাসপোর্ট ও জাল নথিপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ওই এলাকায় সামছুল হুদার বাড়ির ছয় তলায় তিনি ভাড়া থাকতেন। ভবনের উপরের তলায় ‘নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ ও ‘নূর প্রোপার্টি এলিভিয়েশন অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি’ নামের দুটি ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের অফিস। সেখানে ৩২ জন কর্মীও রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.