![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/13/og/095055_bangladesh_pratidin_Kajal.jpg)
পানির নীচে মাছ ঘেরা পরিবেশে হানিমুন কাজলের
বিয়ের পর মালদ্বীপে হানিমুনে গিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। হানিমুনে যাওয়ার পর থেকে একের পর এক ছবি প্রকাশ করলেও এবার একেবারে অন্যরকম রূপে দেখা গেল কাজলকে। স্বামী গৌতম কিচলুর সঙ্গে পানির নীচে বিলাসবহুল ঘর থেকে ছবি শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।