ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ঢাকার ধামরাইয়ে এক গহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে শামীম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের নাগরপুর থেকে অভিযুক্তকে আটক করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গত মঙ্গলবার ওই গৃহবধূকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায় সবজি বিক্রেতা শামীম হোসেন। এরপর মোশারফ, রুবেল, সোহেল, সুমন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই রাতেই শামীম হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ আজ ভোরে প্রধান আসামি শামীম হোসেনকে গ্রেপ্তার করে। এখনো পলাতক রয়েছেন চার আসামি।
গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শামীম হোসেনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.