মামলার তদন্তে এমপি পাপুলকে দেশে আনার চেষ্টা করবে দুদক

ঢাকা টাইমস দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ২০:১১

অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারে এমপি শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে করা মামলার তদন্তের প্রয়োজনে তাকে দেশে ফেরানোর চেষ্টা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এমপি পাপুল ছাড়াও বর্তমান ও সাবেক ২২ জন এমপির বিরুদ্ধেও দুর্নীতির নানা অভিযোগ অনুসন্ধান করছে দর্নীতি বিরোধী সংস্থাটি। এদের মধ্যে ২০ এমপিকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কমিশনার মো. মোজাম্মেল হক খান।

কুয়েতে গ্রেপ্তার স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পর বুধবার সাংবাদিকদের তিনি একথা বলেন।

অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের সঙ্গে তাদের মেয়ে ওয়াফা ইসলাম ও পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও