![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/03/09/hc.jpg3/ALTERNATES/w640/HC.jpg)
স্ত্রী হত্যার দায়ে চূড়ান্ত রায়ে আমৃত্যু কারাদণ্ড
এক যুগ আগে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া স্বামী ইমাদুল সরদারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
ইমাদুলের আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ বুধবার এ রায় দেয়। আসামির আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম বায়জিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।