![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F13a9a44d-629c-4b0e-a52f-d73b53b73bba%252Fpakistan_killing.jpeg%3Fw%3D700%26auto%3Dformat%252Ccompress)
ভালোবেসে বিয়ের ২ মাস পর স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যার অভিযোগ
ভালোবেসে একে অন্যকে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পরে পার হয়েছে দুই মাস। এর মধ্যেই যেন উল্টেপাল্টে গেছে সব। স্ত্রীকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের শাহদাদকোট এলাকায় এ ঘটনা ঘটেছে।
জিও টিভিতে স্থানীয় সময় গতকাল মঙ্গলবারের খবরে জানা যায়, পুলিশ বলছে, বাচাল মাগসি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হত্যা নিয়ে তদন্তকাজ শুরু হয়েছে। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটল, তা জানা যায়নি।